![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার বুবুর লাশ
(শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের সাক্ষি থেকে নেওয়া)
লুৎফুর রহমান
জাগছে যখন দেশের মানুষ
জাগছে দেশের আইন
ভায়ের চোখে ভাসছে ঘাতক
মাইনুদ্দিন মাঈন।
লেখতো বুবু কাগজ জুড়ে
তুলতো লেখায় আগুন
বলতো বুবু ও বাঙালি
দেশের তরে জাগুন।
বুবুর বুকে ছিলো তখন
স্বাধীনতার আশ
কিন্তু শেষে পেলাম খুঁজে
আমার বুবুর লাশ।
যেই শালাটা সেদিন রাতে
ধইরা বুবু নিলো
একাত্তরের ঘাতক যে সে
মাঈনুদ্দিন ছিলো।
©somewhere in net ltd.