নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

আলোর ফেরিওয়ালা

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

আলোর খুঁজে, ভালোর খুঁজে

একটি মানুষ নিত্য

মুখে থাকে মিষ্ঠি হাসি

আলোকিত চিত্ত।



বইয়ের মাঝে বাঁচতে শিখান

হাসতে শিখান নিজে

সেই মানুষের কথায় সবাই

সুখ যমুনায় ভিজে।



আব্দুল্লাহ আবু সায়ীদ

নামটি হলো তাঁর

জন্মদিনে স্যারকে জানাই

সালাম হাজার।



আলোকিত মানুষ হবে

জ্বলবে আলোর বাতি

অমানিশা দেশে তখন

কাটবে আঁধার রাতি।



কেউ না কেউ আলোর খোঁজে

নামবে স্যার ঠিক-ই

আপনার কাছে মানুষ হয়ে

বাঁচতে আমি শিখি।



মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

আলমগীর_কবির বলেছেন: স্যারকে আমিও জন্ম দিনে শুভেচ্ছা জানাই।

২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

বোকামন বলেছেন:
জন্মদিনে স্যারকে জানাই
সালাম হাজার।
[১+]

৩| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

আরজু পনি বলেছেন:

শ্রদ্ধা সহ জন্মদিনে শুভেচ্ছা জানাই ...

এই মানুষটির কারণেই বিশ্বসাহিত্যের বিশাল জগতটাকে চেনার পথ পেয়েছি।।

৪| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

সোমহেপি বলেছেন: মানুষটাকে আমার খুব ভালো লাগে।
উনাকে নিয়ে কে যেনো একবার উল্টা সিধা কথা বলেছিলো।আমার ইচ্ছে হয়েছিলো তাকে একটা চড় মেরে আসতে।বেয়াদব!


৫| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই দেশের ছেলেমেয়েদেদ্র যিনি বই পড়তে শিখিয়েছেন, বইকে ভালোবাসতে শিখিয়েছেন। যেই কাজটি একটি রাষ্টের করার কথা, সেই কাজটি তিনি নিজেই করে ফেলেছেন।

শুভ জন্মদিন, প্রিয় আবদুল্লাহ আবু সায়ীদ।

৬| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



প্রিয় আবদুল্লাহ আবু সায়ীদ , শুভ জন্মদিন !!!!

৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মিষ্ঠি > মিষ্টি ,অমানিশা >অনামিশা ? একটু চেক করবেন। স্যারকে আমিও জন্মদিনের শুভেচ্ছা জানাই স্যারের মত মিষ্টভাষি মানুষ বিরল। স্যারে হাসিটাও চমৎকার। আমার ঢাকা কলেজের টিচার ছিলেন ।

৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্যারকে জন্মদিনের শুভেচ্ছা !

ইয়ে আপনি কি সিলেটি ??

৯| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আলোর ফেরিওয়ালা তো নয়। আলোর ফেরিওয়ালার "আলেয়া"।
হয়তো তিনি নিজেও তা' অবগত নয়।

:#)

১০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সেক্সি, সুন্দরী একটি মেয়ের মাথার একটি চুল যেরূপ দশটা হাতির চেয়েও শক্তিশালী, তদ্রুপ একজন হুমায়ুন আহামেদও দশজন আবু সাইয়িদের চাইতেও শক্তিধর। মান বড় কথা নয়, সংখ্যাই হচ্ছে বড় কথা। এটাই নিষ্ঠুর বাস্তবতা।

একবার আবু সাইয়িদের একটা কলাম পড়েছিলাম। বিষয়, লেখক হুমায়ুন আহামেদের লেখার মান ও বিষয়।

ঐ লেখা যদি হাতে থাকতো এবং এখানে তা' কপি পেষ্ট করতে পারতাম, তবে সামুর হুমায়ুন ভক্তরা সদলবলে আক্রমণ করতো। এতে কোন সন্দেহ নেই। :#)

১১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

লুৎফুরমুকুল বলেছেন: সবাইকে ধন্যবাদ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.