![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একটা দিনে নয়তো কেবল সারা বছর জুড়ে
বন্ধুরে তোর ঘুড়িখানি মন আকাশে উড়ে
যতোই দূরে যাসনারে তুই থাকবি তবু কাছে
আমার মনে বিনি সূতায় নাটাই বাঁধা আছে
বন্ধুরে তুই চলার পথ দু:খ কিছু পেলে
আসবি কাছে ডাকছি তোরে দুহাতখানি মেলে
মনের উঠান তোর লাগিরে বুকের মাঝে দুয়ার
এই বাঁধনে থাকলেরে তুই নামবে সুখের জোয়ার।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪০
বংশী নদীর পাড়ে বলেছেন:
বন্ধু মানে মনের দুয়ার
মনের ঘর-বাড়ি
মনের মতো বন্ধু পেলে
সব দিতাম উজার করি........
আপনার কবিতার সাথে একটু যোগ করলা.........
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ বন্ধু দিবস!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:১০
আমার মন বলেছেন: বন্ধু তুমি মুক্ত বায়ু, নিশ্বাসে বিশ্বাসে