![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পরবাসীদের ঈদ
লুৎফুর রহমান
পরবাসীদের ঈদ মানে তো দেশে টাকা দেওয়া
কেমন আছেন ফুপি, খালা ফোনে খবর নেওয়া।
ঈদের দিনটা ঘুমিয়ে কাটে কিংবা কারো কাজে
কারো আবার চোখ ঘড়িতে বেলা ক'টা বাজে?
ঈদের দিনে পায়না ওরা বুকে বাবার বুক
লুকিয়ে কাঁদে কেউতো আবার মুছে নিজের চোখ।
মায়ের হাতের পায়না পায়েশ ঈদ সকালের সেমাই
কইতে না পায় অবুঝ খোকা "আনিয়া মোরে দে মাই"।
মায়ের হাতের রান্না কেবল রান্না তো নয় ভাই
মায়ের সকল মমতা যে ওই পায়েশে পাই।
দেশের লাগি দেশান্তরি শান্তনা স্রেফ একি
'সুখে আছি' বলে সবাই সত্যি এসব মেকি।
মনটা যদি লাশ হয়ে যায় শরীরটা হয় মোটা
ওই জীবনে হয় কি বলো সুখের গোলাপ ফোটা?
তবুও ওরা ভালো আছে সবাই ভালো বলে
কারণ নিজের ঘামের লাগি অনেক পরাণ চলে।
দেয়ার মাঝে সুখটা যে পাই ফিলিংসটা হয় নাইস
সবপ্রবাসীর মন হয়ে যায় ফ্রিজের ওই আইস।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নীল-দর্পণ বলেছেন: পরবাসীদের জন্যে অনেক অনেক শুভকামনা, শীঘ্রই দেখা পাক নিজ দেশের, নিজ পরিবারের
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
মেহেদী হাসান '' বলেছেন: পরবাসীদের জন্য শুভকামনা, এরাই সোনার ছেলে, এরা পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে হাজার মাইল দূরে নিভৃতে কাঁদে।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
বংশী নদীর পাড়ে বলেছেন: হ্যা, আমরা প্রবাসিদের মনের কথাই বলেছেন। লৎফুর ভাই ঈদের শুভেচ্ছা। জাবেল আলিতে দাওয়াত রইলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
নীল-দর্পণ বলেছেন: পরবাসীদের জন্যে অনেক অনেক শুভকামনা, শীঘ্রই দেখা পাক নিজ দেশের, নিজ পরিবারের