![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
উড়াল পাখি মনটা আমার
থাকতে না চায় আঙিনা
তাইতো চলি মনের সাথে
ইচ্ছে হলেও ভাঙিনা।
মনরে বুঝাই ঠিক হয়ে যা
মারবো না হয় চাবুক
আকাশ বাতাস চেয়ে থাকি
হই যে তখন ভাবুক।
পাগলামিটা করলে রে মন
বিবেক তখন শাসায়
উদ্দীপনা পাই যে তখন
ওদের ভালবাসায়।
আবেগটারে বন্ধি রাখি
বিবেক রাখি খুলে
জীবনটা যে চাই সাজাতে
নানা রঙিন ফুলে।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: