![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আজ ১৮ আগস্ট ঐতিহাসিক নানকার দিবস। ১৯৪৯ সালে ঘৃন্য নানকার প্রথা বিরোধী আন্দোলন করেন সিলেট বিয়ানীবাজারের দা্মালছেলেরা। ব্রজনাথ, কুটুমনিরা বলি হয় জমিদারের জুলুমের। বুকের রক্ত দিয়ে বাংলার মানুষকে করেন নানকার নামক ঘৃণ্য প্রথা থেকে উদ্ধার। পরের বছর সরকার এই প্রথা বাতিল করে। নানকার শহীদদের স্মরণে বিয়ানীবাজারের শানেশ্বর উলুউরী গ্রামে "নানকার শহীদ স্মৃতিসৌধ' তৈরী করেছে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড। এর উদ্বোধন করেন আমাদের গর্ব শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ক্যাপশন: ১. নানকার শহীদ স্মৃতিসৌধ, ২. নানকার আন্দোলন নিয়ে সিলেটূ ভাষায় আমার একটি ছড়া ('সুরমা ফারর ছড়া' বই থেকে)
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নানাকার প্রথাটা কি??
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪
কাকপাখি ২ বলেছেন:
Click This Link
Click This Link