![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
স্যালুট টু ওসমানী
লুৎফুর রহমান
স্যালুট তোমায় হে বঙ্গবীর
আতাউল গণি ওসমানী
তোমার নীতি আকাশ সম
নাওনি তাই পোষমানি।
তোমার রণ কৌশলেতে
পেলাম স্বাধীন জাতি যে
বিপ্লবীদের প্রতীক তুমি
এবং বুকের ছাতি যে।
ইতিহাসের পাতায় যতোই
রওনা তুমি লুকিয়ে
কেউনা কেউ জানবে সঠিক
যুদ্ধ কথা চুকিয়ে।
হায় বাঙালি অকৃতজ্ঞ
শেইম বলে যাই শেইম
মনে করো কি ছিলো রে
মুক্তিযুদ্ধের এইম?
©somewhere in net ltd.