![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সিলেট বন্ধু সাইফুর রহমান
লুৎফুর রহমান
(তাঁকে রাজনীতিক হিসেবে ভালবাসিনা কিন্তু নি:সন্দেহে সিলেট বন্ধু তিনি। তাই রাজনৈতিক নেতা হিসেবে নয় সিলেট মায়ের ছেলে হিসেবে শ্রদ্ধা জানাই। তাঁর কাজের স্বাক্ষর সিলেটের ইতিহাসে উজ্জ্বল)
সাক্ষি আছে সুরমা ধলাই এবং প্রাণের মনু
ছড়িয়ে আছে কর্ম এবং তোমার আপন তনু।
সিলেট বন্ধু নেতা তুমি সুরমা নদীর মাঝি
যে যাই বলুক তুমি ছিলা মাটির টানের কাজি।
কমলা লেবুর ঘ্রাণটা ছিলো তোমার মুখের স্বরে
জন্ম মাটির করছো সেবা মেঘ-তুফান- ঝড়ে।
বিউটি সিলেট উন্নয়নে তোমার অবদান
অমর হয়ে থেকো তুমি সাইফুর রহমান।
মন্দকে যে মন্দ বলি ভালোর সাথে চলি
তাইতো তোমার গুণের কথা অশংকোচে বলি।
ভালোর প্রতি শ্রদ্ধা জানাই দলাদলি ভুলে
মায়াবতী সিলেট তুমি রাখছো ফুলে ফুলে।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত, তিনি বাংলাদেশের একজন খুবই ভালো অর্থনীতিবিদ ছিলেন, সফল অর্থমন্ত্রী। তিনি এবং এম এস কিবরিয়া এরা আসলেই আমাদের দেশের খুব মুল্যবান দুটো সম্পদ ছিল যা খুব তাড়াতাড়ি হারিয়ে গিয়েছে।