![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সুরমা গাঙের মাঝি
লুৎফুর রহমান
(দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক, কবি, ছড়াকার ও আইনজীবি আব্দুল মুকিত অপি ভায়ের জন্মদিনে)
এক 'কইতর' সুরমা থেকে দিলো আমায় চিঠি
জন্মদিনের বার্তা দিলো হাইস্যা মিটিমিটি।
প্রিয় মানুষ, মিষ্টি মানুষ জন্মদিন তার বলে
মায়ারূপী ছন্দ খেলে কুশিয়ারার জলে।
কুশিয়ারা, সুনাই এবং নবদ্বীপের ছেলে
ভালবাসার কলসি ভরেন স্বপ্নডানা মেলে।
সকলজনার প্রিয় তিনি হাসি মাখা মুখ
সিলেট মায়ের ছেলে তিনি আমাদেরই লোক।
ভাবছেন এবার নামটা বলো, নামটা জানা চাই?
এক নামেতে চিনেন তারে "আমরার অপি ভাই"।
নগর থেকে রাজধানী আর বিদেশ থেকে গাঁয়ে
স্বপ্ন তিনার ছড়িয়ে আছে ময়ূর পঙ্খি নায়ে।
স্বপ্নটা তাঁর সত্যি হোক বাজাক সবাই বীণ
শুভেচ্ছা আর ভালোবাসায় শুভ জন্মদিন।
©somewhere in net ltd.