![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
কোথায় তারে পাবো?
লুৎফুর রহমান
আছে এমন কেউ?
যার কাছে সপবো জীবন
নদী এবং ঢেউ?
এমন কাউরে খোঁজি
যে যেন ভাই আমায় বুঝে
আমি তারেই বুঝি।
কোথায় তারে পাবো?
যারে নিয়া ঘর বাঁধিয়ে
সুখ যমুনায় যাবো।
ডাকবো তারে কী?
ভালবেসে নামটা আমি
দিবো চন্দ্রমুখী।
পাইলে তারে কইও
তোমায় খোঁজে এমন কেউ
তার আশাতে রইও।
©somewhere in net ltd.