![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
জলপরী
লুৎফুর রহমান
পদ্মপাতার জলের সাথে
ভাসতে থাকো তুমি
পদ্ম ছাড়া যদিও আছে
আরব মরুভূমি।
কিন্তু আমার মনের বিলে
পদ্ম পাতায় ভাসো
টিনের চালে বৃষ্টি ঝরে
তুমি যখন হাসো।
জলপরী গো জলপরী
মনের তারে ডাকি তোমায়
মন দি' মনে কল করি।
বাঁশবাগানের জোনাক হয়ে
তোমার মনে উড়ি
যেই বিলেতে তুমিই থাকো
আমি সেথায় কুঁড়ি।
©somewhere in net ltd.