নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

ওরে তরুণ !

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

লুৎফুর রহমান



এখন তোমার বয়স কতো? বয়সটা যে উঠতি

ফুলের বাগে রাখলে তোরে ফুল হয়ে ঠিক ফুটতি।



কিন্তু তোমার মাথার মাঝে ঘুনের পোকা ঢুকিয়ে

তিনিই দেখো হাসছে জোরে তোমায় দেখে লুকিয়ে।



রাস্তাঘাটে মারছো মানুষ ভাঙছো তুমি গাড়ি

তোমায় দিয়ে উনারা যে পুলসিরাত দেয় পাড়ি।



তুমি যাবা আর কতোদূর এক কমিটির লিস্টিতে

পরাণ গেলে কাঁদবে মায়ে ভিজবে রক্ত বৃষ্টিতে।



উনার ছেলে তিনার ছেলে কোথায় থাকে জানো কি?

পিএম তুমি হবে নাকো এই কথাটি মানো কি?



মানোই যদি এই কথাটি বলছি শুনো তোমাকে

কলম ধরো শক্ত করে দূরেই রাখো বোমাকে।



তোমার বাবার কতোই স্বপন দিছেন তোমায় কলেজে

মায়ে কাঁন্দে ঘরের কোণে এইটা রাখো নলেজে।



আবেগ তোমার সামলে রেখো বিবেক জাগাও আগে

ওরে তরুণ ভাইযে আমার ফুল যে তুমি বাগে।



তোমার সুবাস ছড়িয়ে দিতে মানুষ হয়ে ওঠো

বাংলাদেশের বাগান মাঝে গোলাপ হয়ে ফুটো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: আমি এক উদাসী পাখি
নিঝুম রাতে নদীর তীরে
করি ডাকাডাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.