![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বহুরূপী তিনি
লুৎফুর রহমান
ইনার দলে থাকেন তিনি
তিনার দলে তালি দেন
একজনারই পাইলে টাকা
অন্যরে তাই গালি দেন।
নামাজ পড়েন ঠিকই তিন
মিছে তবু সাক্ষ্য দেন
আবার তিনি দিন দুপুরে
নীতিমালার বাক্য দেন।
নিজের বিচার নাই যে তিনার
বিচার করেন গাঁয়ের
মুখের দিকে চাইয়া করেন
ভরাডুবি নায়ের।
মুচকি হাসির লোকটি তিনি
পেশায় হলেন বেকার
এক গাছেতে সব ফল হয়
তিনি তারই চেকার।
তিনিই থাকেন তোমার গাঁয়ে
আমার গাঁয়ে সবার গাঁয়
তিনাকে যে দিনে রাতে
হাতের কাছে সবাই পায়।
©somewhere in net ltd.