![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
গুরু তোমার জন্মদিনে
(কথা কারিগর, জোছনা পাগল হুমায়ূন আহমেদ কে)
লুৎফুর রহমান
কে শেখালো তরুণদেরি জোছনা ভালবাসতে
কে শেখালো হিমুর মতো আপন মনে হাসতে?
কে শেখালো বৃষ্টি ভিজে ঘুরতে সারা গায়
লীলুয়া বাতাস কে দেখালো ময়ূরপঙ্খী নায়?
তুমি তুমি তুমি
তোমার লাগি কাঁন্দে বাতাস, কাঁন্দে স্বদেশ ভূমি।
পাপী সকল চরিত্ররে করছো লেখায় খুন
ব্যক্তি জীবন ছিলো তোমার অনেক বেশি গুণ
তরুণদেরি বলছিলে স্যার স্বপ্ন কেবল বুন
জন্মদিনে হাজার সালাম শ্রদ্ধেয় হুমায়ূন।
তুমি ছাড়া চান্নি লাগে জোছনা রাতেও পর
ওইপারেও সুখে থেকো কথার কারিগর
শুভ্র এবং মিসির আলী কিংবা হয়ে হিমু
জোছনা এবং বৃষ্টিটারে আপন করেই নিমু।
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
মামুন রশিদ বলেছেন: ভালো হয়েছে কবিতায় শ্রদ্ধাঞ্জলী ।
শুভ জন্মদিন প্রিয় লেখক ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: প্রিয় লেখককে শ্রদ্ধা।