![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বাংলাদেশের শীত
লুৎফুর রহমান
বাংলাদেশের ঋতুর ভেলায় শীতের ঋতু এলে
আমার মনের মযূর পাখি স্মৃতির পাখা মেলে
মিষ্টি রোদের সকাল নিয়ে শীতের সকাল আসে
মনটা আমার যায় চলে তাই শিশির ভেজা ঘাসে।
শীতের বিকেল ধানথেতে মন কিংবা খেলার মাঠে
বাংলাদেশের শীত ছাড়া আজ একলা সময় কাটে
কুয়াশারই চাদর মাখা দেশটা যখন থাকে
আমার মনে শৈশবেরা স্মৃতির ছবি আঁকে।
স্মৃতি কেবল নয়তো স্মৃতি মায়ের মমতায়
সাধ্য যে নেই কাইড়া নেবার রাজার ক্ষমতায়
উদাস বিকেল পরদেশেতে আকাশ পানে চাই
আমার দেশের মতো বিকেল তবু যে না পাই।
হাজার স্বপন শীতের দিনের দুচোখেতে আঁকে
আমার দেশের গাছগাছালি শীতের দিনে ডাকে
আরো ডাকে প্রিয়তমা কিংবা আমার মায়ে
চাদর বিছায় ডাকে আমায় জন্মমাটির গাঁয়ে।
বাংলাদেশের শীত মানেতো আমার প্রিয়তমা
যার কাছেতে রাখছি আমি সুখ যে সকল জমা
বাংলাদেশের শীত মানেতে আমার ছেলেবেলা
হাকালুকি হাওরেতে শীতের পাখির মেলা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
বোকামন বলেছেন:
বেশ ! কবিতাপাঠে শীতের স্নিগ্ধতা নেমে এলো ।
ভালোলাগা জানাই ।।