নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

মা ও পতাকা

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আমার মা ও একটি পতাকা

লুৎফুর রহমান



২০০৯ সালে আমি যখন দেশ থেকে পরবাসী হচ্ছিলাম কেঁদে কেঁদে আম্মা ব্যাগ গুছাতে বলছিলেন ছোটবোন শিউলি-জ্যোতিকে। ওরা ব্যাগ ঠিক করে দিলো। ঘরে থাকা দেশের পতাকাটি আম্মা নিজ হাতে ব্যাগে ভরে দিলেন। বলছিলেন সেদিন 'যাও দেশ থেকে যতো দূরেই যাও দেশ যেন ঠিক এখনকার মতো তোমার বুকে থাকে' বিজয় দিবস এলেই মায়ের দেয়া পতাকাটি একবার হলেও দেখি। আর অবশ্য দুবাইতে 'বিজয়ফুল' সহ নানা অনুষ্ঠানে আমার মায়ের দেয়া পতাকাটি কাজে লাগিয়েছি। তাই আজ বারবার মনে হয় আমার মায়ের মতো সব মায়েদের এমন হওয়া উচিৎ। পাগলা ছেলেদের হাতে একটি পতাকা তুলে দেয়া। আর যারা মা বনবেন তাদের বলছি প্লিজ দলের প্রেম নয় স্রেফ দেশের প্রেম নিয়ে গড়ে তুলুন আপনার সন্তানকে।



ছবি: ২০০৯ সালের বিজয় দিবসের প্রথম প্রহরে দুবাইতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৪

নানাভাই বলেছেন: দেশই তো "মা"।
আপনার গর্ভধারিনী মা তার কাজ করেছেন, এখন আপনি আপনার "দেশ মা"র জন্য কাজ করবেন। মনে রাখবেন, দুনিয়ার যেখানেই থাকেন না কেনো আপনি কিন্তু আপনার দেশের একজন অলিখিত এ্যামবেসেডর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.