![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শীতের চাদর
লুৎফুর রহমান
আমার গায়ে শীত লাগিয়ে
তোমার দেবো চাদর
বিনিময়ে চাইবো সোনা
মন ভরা সব আদর
বলতে পারো কান টেনে যে
'তুমি একটা বাদর'।
বাদর থাকে গাছে সখি
থাকবো আমি ঘরে
যতোই দূরে থাকি তোমার
থাকবো যে হাত ধরে।
হাতের উপর হাতটা রেখে
সারাজনম ভর
সাজিয়ে দেবো ভালবাসায়
একটা সুখের ঘর।
এই ঘরেতে জোসনা এবং
বৃষ্টি যাবে ঝরে
রাখবো তোমার মাথা আমার
বুকের উপরে।
না থাক আমার কোটি টাকা
মনের সুখ যে রবে
আমরা দুজন সুখি হবো
এই সুখের ভবে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: ছড়ার মতন। ভাল হয়েছে ছন্দময় কবিতা।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
রাঙ্গা রিয়েল.... বলেছেন: ভাইয়া অনেক সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: কিছু একাটা হয়েছে হয়তো, কে জানে!