![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
কিবরিয়া হত্যার বিচার
লুৎফুর রহমান
কিবরিয়া সাহেব কি দোষ ছিলো
তোমার জানো নাকো?
চাইছে ওরা তুমি যেনো
বাঁইচা যে না থাকো।
থাকলে বেঁচে ওদের আবার
কষ্ট হতো খুবি
কারণ ওরা পশু সবাই
মানুষ নামের লোভী।
তাইতো তোমায় বোমের সাথে
কাইড়া নিলো জানটারে
রুখে দিলো তোমার মুখের
বাংলা বুলির গানটারে।
এক অপরাধ যোগ্য হনেস্ট
আপনি দেশের পাগল যে
পথটি ওদের করলো যে সাফ
কুক্তা এবং ছাগল রে।
কিবরিয়া সাহেব বিচার তোমার
এই দেশে না পেলে
পাবেন বিচার খোদার কাছে
শেষ বিচারে গেলে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা তার উপযুক্ত বিচার দাবি করি