![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একুশ মানে
লুৎফুর রহমান
একুশ মানে প্রভাতফেরী
নগ্ন পায়ে হাঁটা
একুশ মানে বুকের ভেতর
ভাই হারানোর ঘাঁ-টা।
একুশ মানে মায়ের ভাষা
পলাশ শিমুল ফুলে
একুশ মানে শেকড় চেনা
বাংলা জাতির মূলে।
একুশ মানে চেনে গেছে
আমাদেরই জিন্না
যেই বেটা যে করেছিলো
বাংলা ভাষা ঘিন্না।
একুশ মানে বীরের জাতি
বুকের মাঝে প্রাণ
একুশ মানে বাংলা ভাষা
লাখ শহীদের দান।
©somewhere in net ltd.