![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
হ্যাপী ভালেন্টাইন
লুৎফুর রহমান
আমার না হয় কাটলো যেমন
সবার কাটুক ফাইন
ভালবাসায় থাকুক সবাই
হ্যাপী ভ্যালেন্টাইন।
ভালবাসার মাঝে যেন
জীবনটা হয় শাইন
শেয়ার কেয়ার থাকুক সদা
হ্যাপী ভ্যালেন্টাইন।
রইনা দূরে তবুও কাছে
অনলি ইউ আর মাইন
তোমার আমার প্রতিদিনই
হ্যাপী ভ্যালেন্টাইন।
তোমার মনে আছে দেখো
আমার মনের সাইন
সাত সাগরের ওপার থেকে
বলছি ভ্যালেন্টাইন।
©somewhere in net ltd.