![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মে দিবস
লুৎফুর রহমান
আমার ভেতর লুকিয়ে আছে
বিপ্লবী এক 'চে'
কেউ দেখেনা কেউ বুঝেনা
লাফায় দিবস 'মে'।
চুন থেকে পান খসলে কবু
হাত তুলে দেয় গায়ে
আমারতো স্বপ্ন আছে
ডানে এবং বায়ে।
ও মহাজান কতো ওজন
তোমার আছে বুঝো
আমারওতো ওজন বাবু
এই কথাটি খোঁজো?
একদিন তো আমিও মালিক
বনতে পারি দেশে
এসো মালিক থাকি না কেন
দুজন মিলেমিশে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৩
এম এ কাশেম বলেছেন: সোন্দর লাইগ্যি ভাই।