![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
১৬ তম জন্মদিনে নানা
লুৎফুর রহমান
তাক ধিনা ধিন তানা
১৬ তম জন্মদিনে
পা রেখেছে নানা।
আমরা যে ভাই তিন
আমার ছোট নানা ভায়ের
আজকে জনম দিন।
ফুলগুলি সব তুলো
বুড়ো নানার বয়স হলো
এই বছরে ষোলো।
ও নানা তোর নাতি-নাতনি
সংখ্যা কতো জানিস
খোকা থেকেও বনলে বুড়ো
এই কথাটি মানিস।
হাসিস ওরে জীবনভরে
ফুটিয়ে আলোর ফূল
তোর জীবনের সুখের হাওয়া
দোল খেয়ে যাক দোল।
বড় ভাইয়ার পক্ষ থেকে
আদর-ভালবাসা
মানুষ হয়ে ওঠিস নানা
পুরিয়ে সবার আশা।
©somewhere in net ltd.