![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বয়স যখন যতো
লুৎফুর রহমান
(ইহা ফাজলামিক ছড়া। আজকের জন্মদিনের রাজপুত দুলাভাই নিয়াজ ভাইয়াকে উৎসর্গ)
বয়স যখন পাঁচ
ইশকুলেতে গেলাম কেবল
ধাতিন ধাতিন নাচ।
বয়স হলো ছয়
টিকা দিতে আসলো বেটা
লাগালো মনে ভয়।
পরের বছর সাত
নামতার ক্লাস ধরে
পার হয়ে যায় রাত।
বয়স যখন আট
লম্বা কেলাশ পেলাম এবার
লম্বা লম্বা পাঠ।
এরপরেতে নয়
হাই স্কুলে যাবো এবার
আর কি দেরী সয়?
বয়স হলো দশ
সিক্স ক্লাসে ভর্তি হলাম
বনে গেলাম বস।
আসলো বয়স বিশ
কলেজ মাঠে কি যে মজা
ভাল লাগে ইশ!
এখন বয়স সাতাস
ভাবছি বসে বউটা কবে
করবে পাখার বাতাস?
©somewhere in net ltd.