![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সেই ছেলেটার ঈদ
লুৎফুর রহমান
যেই ছেলেটা কাপড় না পায়
কিংবা না পায় সে মাই
তারেই বুকে নাওনা টানি
একটু মায়া দে ভাই।
ওই ছেলেটার দু;খ সাথী
আপনহীনা বলে
গাল বেয়ে যায় ঈদ সকালে
দুই নয়নের জলে।
একটু সোহাগ একটু আদর
বদলে দেবে ওরে
ঈদ তখনি খুশির হবে
দেশের ঘরে ঘরে।
©somewhere in net ltd.