![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মুকুল সম্পাদক লুৎফুর রহমান দেশে আসছেন
মুকুল প্রতিবেদক:
আমরাত বাংলা জনপ্রিয় মাসিক মুকুল পত্রিকার সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান দেশে আসছেন। তিনি দেশে এসে মুকুল পত্রিকার প্রসারে কাজ করবেন। এছাড়া তার প্রকাশিত ছড়াগ্রন্থ-'লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া', 'সুরমা ফারর ছড়া' ও 'তেলমারো' ছড়াগ্রন্থের অন্তরঙ্গ পাঠ করবেন যথাক্রমে সিলেট শহর ও বিয়ানীবাজারে।
তিনি মুকুল পত্রিকা সম্পাদনার পাশাপাশি দুবাই থেকে পরবাসীদের সুখ দুখ নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন জাতীয় পত্রিকা প্রথম আলো ও দৈনিক যুগান্তরের পরবাস পাতায়। এ পর্যন্ত তার ৪টি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। আগামি বইমেলায় আমিরাত বিষয়ক ভ্রমণ বই এবং সিলেটের গণহত্যা ও আঞ্চলিক ছড়ার বই প্রকাশের অপক্ষোয়। তিনি সিলেট বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের মাহমুদ আলী ও নাজমা মাহমুদের বড় ছেলে। তিনি দেশে অবস্থানকালে ০১৭১৫৪০৯৬৬৬ এবং [email protected] এই ইমেইলে যোগাযোগ রাখবেন।
তিনি ১৯ সেপ্টেম্বর দুবাই থেকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
©somewhere in net ltd.