![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মন খারাপের একটি ভোর
লুৎফুর রহমান
মন খারাপের একটি যে ভোর
চোখ থাকতেও অন্ধ লাগে
কিচির মিচির পাখির ডাকন
রোদ ঝলমল মন্দ লাগে।
শিউলি ফুলের ঘ্রাণটা তখন
নাকের কাছে গন্ধ লাগে
হিমেল বাতাস থাকলে তবু
ছন্দপতন ছন্দ লাগে।
খোলা আকাশ, খোলা মাঠও
আমার কাছে বন্ধ লাগে
মন খারাপের দিনটাতে ভাই
সবকিছু যে মন্দ লাগে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
সোহেল আহমেদ পরান বলেছেন: খোলা আকাশ, খোলা মাঠও
আমার কাছে বন্ধ লাগে
মন খারাপের দিনটাতে ভাই
সবকিছু যে মন্দ লাগে।
অনেক সুন্দর। অনেক ভালো লাগা,
শুভেচ্ছা জানবেন কবি
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর ছন্দময় কবিতা।++
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে। ভালবাসা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮
নিলু বলেছেন: লিখে যান