![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমরা বাঁচতে চাই
লুৎফুর রহমান
চাইনা তোমায় চাইনা তারে
বলছি ম্যাডাম খালেদা
আমগো দোহাই দিয়ে কেনো
দেশটা করো আলেদা?
বলছি বুবু শুনো তুমি
প্রধানমন্ত্রী হাসিনা
কি আর হবে চেয়ার নিয়ে
আমরা যদি বাঁচি না।
বাঁচতে কেবল চাই যে এখন
তোমারা যে চাও ক্ষমতা
ভাগ করে খাও দুয়ে মিলে
রাইখা নীতি সমতা।
তাও যদি নাইবা পারো
আমরারে দাও মুক্তিরে
বাঁচতে দিবা দেশটা নিয়ে
আজ করো এই চুক্তিরে।
*খলিল রহমানের কার্টুন অবলম্বনে।
©somewhere in net ltd.