![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
দুবাইতে বৃষ্টি মোকাবেলায় ড্রেনেজ ব্যবস্থা
লুৎফুর রহমান, দুবাই
গত ২৫ জানুয়ারি থেকে আরব আমিরাতের দুবাইতে স্থানীয় সরকার বৃষ্টি মোকাবেলায় ও ময়লা পানি নিষ্কাষণের জন্যে ড্রেনেজ ব্যবস্থা শুরু হয়েছে। গভীরভাবে তৈরী করা হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থা। পুরো দুবাই শহর জুড়ে চলছে এই কাজ। এ জন্যে রাস্তার পাশে ড্রেনেজ কাজ করার জন্যে কোন কোন রাস্তা বন্ধ রাখা হচ্ছেও সাময়িকভাবে।
শুনা গেছে, এই ড্রেনেজ ব্যবস্থা চালু হলে রাস্তার ম্যাপও পরিবর্তন করা হবে। উল্লেখ্য, এখন দুবাইতে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ না থাকায় পায়ু নিষ্কাষণের পানি মযলা পানির গাড়ি দ্বারা প্রতি রুম বা বিল্ডিং থেকে নেয়া হয় এবং অল্প বৃষ্টি দিলেই ড্রেনেজ না থাকার কারণে রাস্তায় পানি জমে যায়। অনেক ব্যাঙের পেশাবে বারিষার মতো! ছবিটি দুবাইয়ের সোনাপুর এলাকা থেকে তোলা।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
সুমাইয়া রহমান বলেছেন: ভালো আইডিয়া..
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
নিশি মানব বলেছেন: সোনাপুর নামে দুবাইয়ে কোন জায়গা আছে?
আমিতো জানি এই ধরনের নাম শুধু ভারত আর বাংলাদেশেই হয়।