![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ভালবাসার দিন লাগেনা
লুৎফুর রহমান
বুক পকেটের স্বপ্নগুলো
নিজের মতো বুনে নিও
আমার প্রেমের পদ্মগুলো
সময় করে গুণে নিও।
আলতা পরা রাঙা পায়ে
নুপুরটাও পরে নিও
নষ্টালজিক স্মৃতিগুলো
একটু আপন করে নিও।
বাতাস দোলা রেশমী চুলে
বেনীটা যে খুলে দিও
আমার প্রিয় ফুলটা তখন
ভোর সকালে তুলে দিও।
মান অভিমান কারণ ছাড়া
ঝগড়া বিবাদ করতে দিও
একটু হেসো মুচকি করে
হাতটি তোমার ধরতে দিও।
আসবো না আর বলে গিয়েও
বারবারেতে ফিরে আসো
ভালবাসার দিন লাগেনা
সবক'টা দিন ভালই বাসো।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮
কলমের কালি শেষ বলেছেন: ছন্দময় কবিতায় বেশ ভাল লাগল+++