নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

প্রমথ নাথ দাস

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

আজ প্রমথ নাথ দাসের ৩৭ তম মৃত্যু বার্ষিকী। তিনি আধুনিক বিয়ানীবাজারে রূপকার। বিয়ানীবাজার শহরের সিংহভাগ ভূমি মানবকল্যাণে দান করেছিলেন এ দানবীর। বিয়ানীবাজার সরকারি কলেজ ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা প্রমথ নাথ দাস ১৯৭৮ সালের এই দিনে পরলোক গমন করেন।

জমিদার প্রমথ নাথ আধুনিক উপকরণ দিয়ে কৃষিকাজ, ইরিধান আবাদের প্রচলন, নাট্যচর্চা, জেনারেটর চালিয়ে সিনেমা প্রদর্শনসহ বিয়ানীবাজার অঞ্চলকে এগিয়ে নিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন। আজ তাঁর মৃত্যবার্ষিকীতে তাকে স্মরণ করে বিয়ানীবাজার সরকার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ চত্বরে শোভাযাত্রা বের করে।

এ খবর শুনে খুবই খুশি হলাম। কিন্তু দুখের বিষয় এই যে, পবিত্র নাথ একি পরিবারের সন্তান। বিয়ানীবাজারের কেন্দ্রীয় ও প্রাচিন বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যারয় (পিএইচজি হাই স্কুল) এর স্বপ্নদ্রষ্টা। কিন্তু নীরবে চলে যায় পবিত্র নাথ দাসের জন্ম ও মৃত্যু বার্ষিকী। ছাত্ররা জানেনা তাঁদের স্কুলের প্রতিষ্টার কথা। গত ডিসেম্বর ২০১৪ তে পিএইচজি হাই স্কুলে একটি সভায় আমরা তাঁর নামে একটি দিবস চারু করার প্রস্তাব দেই। স্কুলের প্রধান শিক্ষক আমাদের আশ্বাস দিয়েছেন। আশায় আছি, পথচেয়ে। বাস্তবের মুখ দেখতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই বিশেষ মানুষের ব্যাপারে জানতাম না ।

ভালো লাগলো আপনার শেয়ার ।

শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.