![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ভালবাসার দিন
লুৎফুর রহমান
ভালবাসার দিন লাগেনা
ক্ষণ লাগেনা মোটে
যায়না মাপা ভালবাসা
নির্বাচনী ভোটে
বিশেষ দিনের কি প্রয়োজন
পদ্ম যদি ফুটে?
হাত রেখেছি তোমার হাতে
মন বেঁধেছি মনে
ভালবাসার নৌকা ভাসাই
প্রতি প্রহর-ক্ষণে
হাসি হাসি-ভালবাসি
আমরা দুনুজনে।
রাতকে বানাই দিন এবং
অন্ধকারে আলো
অষ্টপ্রহর তোমাকে যে
বাসি অনেক ভালো
আমার প্রেমের প্রদীপ সখি
মনে তোমার জ্বালো।
ভালবাসা দিবস-২০১৫, দুবাই।
©somewhere in net ltd.