নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

স্যালুট টু ওসমানী

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

স্যালুট টু ওসমানী
লুৎফুর রহমান

স্যালুট তোমায় হে বঙ্গবীর আতাউল গণি ওসমানী
তোমার নীতি আকাশ সম নাও নি যে তাই পোষ মানি।
তোমার রণ কৌশলেতে পেলাম স্বাধীন জাতি যে
তুমি-ই ছিলা মুক্তিসেনার একটি আশার বাতি যে।

হায় অভাগা দেশটি আমার, তোমার কদর বুঝেনা
মৃত্যু এবং জন্ম দিনে তোমাকে কেউ খোঁজেনা।
পায়নি শোভা তোমার ছবি সরকারি সব অফিসে
বাপ ও স্বামীর পূজায়্ এখন আরামসে খায় কফি সে।

তুমি তো ভাই কুমার ছিলা কারো বাপ আর স্বামী না
তাইতো এখন ওদের কাছে তুমি মোটেও দামি না।
বাপের ছবি স্বামীর ছবি টাঙানোর ওই রোল আছে
দেশের লাগি প্রেমটা তোমার তাইলো কোথাও ভুল আছে।

ইতিহাসটা কয় যে কথা কয়না কথা ওরা 'ডেম'
মুখটা ঘুরে দেশের ম্যাপে শেম লেগে যায় শেম।
নীরবে যে দিনটি তোমার যায় চলে যায় কান্নাতে
তুলনা টা হয় কি তোমার হীরা-চুনি-পান্না তে?

[আজ ১৬ ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউর গণি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী। নীরবে চলে যায় তাঁর এসব দিন। কেউ মনে রাখেনি তাঁকে]


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক এম, এ, জি ওসমানীর ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: ওসমানী কি স্বাধীনতার পরে আওয়ামী লীগে যোগদান করেছিলেন? যদি না করে থাকেন, তবে তাকে মুক্তিযোদ্ধা বলার কোন যৌক্তিক কারণ নেই।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আওয়ামীলীগের হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন ।

শ্রদ্ধাঞ্জলী আতাউল গণি উসমানী ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.