![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একুশ ও ফেসবুকীয় জীবন: দয়াকরে সবাই পড়ুন ভাবুন আর মানুন
লুৎফুর রহমান
আজকাল ফেসবুক নাই এমন কেউ নেই। যে যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ি তার ফেসবুক সাজিয়েছেন। আমরা বাঙালি। মনের সুখ দুখ বেশির ভাগই বাংলায় ভাগ করি। এ যেন 'আমি সব কিছু দেখে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার'। অনেকে বাংলা অক্ষরে মনের কথা প্রকাশ করেন আবার অনেকে বাংলিশ (বাংলা ইংলিশের মিশ্রণ) ভাষায় প্রকাশ করেন। এবার দুজন উচ্চশিক্ষিত মানুষের বাংলিশ স্টেটাস তুলে ধরছি। তারা দুজনইু বিসিএস পরীক্ষার্থী। ১. (তিনি বুঝাতে চেয়েছেন: বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত) কিন্তু বাস্তবে কতো বিশ্রী ছিলো ইংরেজী হরফে বাংলা ভাষার এ স্টেটাসটি। ২. ফালু গ্রেফতারের প্রতিবাদে ''ধর্ষক ফোরামের সভা'' ( বাংলা অনুবাদ: ফালু গ্রেফতারের প্রতিবাদে দর্শক ফোরামের সভা) । দেখেন এটিও বড় হাস্যকার। শুধু চোখের পীড়া নয় বরং মন ও মানসিকতায় ও পীড়া দেয় এমন স্টেটাস।
এবার আসি যারা ইংরেজী অক্ষরে শুদ্ধ বাংলা বানান চর্চা করেন তাদের বেলায়। ধরেন একজন বৈশাখে স্টেটাস দিছেন। হাতের চুড়ি নিয়ে কিন্তু তিনি ইংরেজীতে টাইপ করতে গিয়ে বারোটা বাজিয়েছেন (ভদ্রতার খাতিরে শব্দটি ইংলিশে লিখে দিলাম না)। তার ব্যক্তিত্বে আঘাত হেনেছে এমন স্টেটাস। এমন বিব্রতকর পরিস্থিতি উত্তরণের একটাই রাস্তা। বাংলা কী বোর্ড দিয়ে বাংলা স্টেটাস দেওয়া। আজকাল মোবাইলেও অনেক সহজ বাংলা কী বের্ড ব্যবহার। তাই আসুন। একুশ শুধু বিশ্বায়ন করেছে বলে মিছিল নয় বরং কর্মক্ষেত্রে এর প্রযোগ করি আমরা।
©somewhere in net ltd.