![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শহীদ জিতেন্দ্রনাথ ধর চৌধুরী
লুৎফুর রহমান
মিরাবাজার ভাইয়ার পাড়া
বউ এবং মাইয়ার তাড়া
এক লোকে না শোনে
হবে দেশটি মুক্ত স্বাধীন
নাচবে সবাই করে তা ধিন
বৃদ্ধ প্রহর গুণে।
সবাই যখন পালিয়ে গেলেন
বাঁচার একটু সাহস পেলেন
জিতেন্দ্রনাথ ধর
বয়স তাঁকে বাঁচতে দিলে
রাজাকাররা চায় যে মিলে
তিনার বাড়ি ঘর।
তাইতো প্ল্যান শেষে
রাজাকাররা এসে
করলো তাঁরে জবাই
ওহিদ, সরফ, সালাম ছিলো
ঘর-বাড়ি তাঁর লুটে নিলো
তিন রাজাকার সবাই।
*** তখনকার অবসরপ্রাপ্ত ইনকাম ট্যাক্স সুপারভাইজার জিতেন্দ্রনাথ চৌধুরী ধর এর বাসা ছিলো সিলেট মিরাবাজার এলাকার ভাইয়ার পাড়ায়। তাঁর পরিবারের সবাই প্রাণ বাঁচাতে এপ্রিলের প্রথম দিকে ভারতে চলে যান। বার্ধক্যজনিক কারণে তিনি থেকে যান নিজের জন্মভূমে। তাঁর বাসা-বাড়ি দখল করার হীন উদ্দেশ্যে স্থানীয় রাজাকার ওযাহিদ উল্লাহ, সরাফত উল্লাহ ও আবদুস সালাম ১৩ এপ্রিল দা দিয়ে কুঁপিয়ে তাঁকে হত্যা করে। পরে তাঁর লাশ ফেলে দেয় পাশের পুকুরে।
©somewhere in net ltd.