![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বাঁশ বাগানে চাঁদ উঠেনা
লুৎফুর রহমান
বাঁশ বাগানে চাঁদ উঠেনা
কোন সে দুখে জানো?
কানটি আমার মুখের কাছে
চুপটি করে আনো।
ফিস ফিস ফিস ফিস
সেদিন ছিলো রাজাকার আর
পাকরা মিলে বিশ।
করবে না তো ফাঁস!
মা, বাপ আর বোনকে নিয়ে
পরীর ছিলো বাস
ঘরের কোণে একাত্তরে
মিল্লো তারি লাশ।
হারছে শেষে হারছে
রেপ করেছে লক্ষ পরী
একাত্তরের মার্চে।
নাম বলো না নাম
রাজাকার কারা ছিল
কিবা ছিল কাম!
২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৭
লুৎফুরমুকুল বলেছেন: বুঝলাম না
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: 71 baad