![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
গর্জে ওঠো বাংলাদেশ
লুৎফুর রহমান
বিশ্ব যেন কাঁইপা ওঠে
টাইগারেরই গর্জনে
স্বদেশবাসি মিছিল করুক
বিশ্বকাপের অর্জনে।
জেগে ওঠো রুবেল সাকিব
চমক দেখাও মুশফিকে
ভারতবাসি দু:খ নিয়েও
বলুক যেন-খুশ ঠিক হে।
লড়াই লড়াই বাঘের মতো
লড়েই যেন হয় যে শেষ
ষোল কোটি তোমার সাথে
গর্জে ওঠো বাংলাদেশ।
মগজভরা স্বপ্ন যা সব
কইরা ফেলো কপি পেস্ট
আগাম তোমায় জানাই আমি
অল দ্যা বেস্ট, অল দ্যা বেস্ট।
২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: গর্জে ওঠ বাংলাদেশ ।
৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬
সুমন কর বলেছেন: অল দ্যা বেস্ট, অল দ্যা বেস্ট
৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৩
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে। ভালবাসা। বাংলাদেশ।
৫| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৯
জাফরুল মবীন বলেছেন: গর্জে ওঠো বাংলাদেশ
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অল দা বেস্ট টাইগার্স গর্জে উট
জিতবে বাংলাদেশ এগিয়ে ছুট ।।
সুন্দর পোস্টে অভিনন্দন মানিক মুকুল ।।