নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

সোনাবউ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সোনাবউ
লুৎফুর রহমান

ও সোনাবউ নাইওর যাবি ঘোমটিঅলা নায়?
রেশমী চুড়ি হাতে দিবে আলতা দিবে পায়।

টিকলি দিবে কপালজুড়ে কাজলটা দিস চোখে
ঘোমটা দিয়ে মুখ লুকাবে দেখলো বুঝি লোকে।

বাটায় ভরিস যতন করে সুপারি আর পান
মাঝ হাওরে বলবো আমি পল্লীপ্রেমের গান।

ও সোনাবউ লজ্জা পেয়ে আঁচলটা নিস দাঁতে
নাকের নোলক পরে থাকিস নৌকাতে তুই সাথে।

বিলের মাঝে শাপলা দেবো হাত বাড়িয়ে তুলে
বানিয়ে দেবো পদ্মমালা হাওরের সব ফুলে।

দিনের শেষে সূর্য যখন আকাশে দেয় ডুব
এমন স্বপন আমার মনে ভীড় করে যে খুব।

নেই সেদিন আর আগের মতো নেইতো অমন নাও
বদলে গেছে দেশটা আমার কিংবা সবার গাঁও।

ও সোনাবউ এখন সবাই অমন করে ট্যুর
বলতে পারিস সেদিন এবং এদিন কতো দূর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.