![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ফেসবুকের পিক !
লুৎফুর রহমান
ফেসবুকেতে ছেলে মেয়ে দেয়না কেন পিক
গবেষণার সেই কথাটি করছি এবার লিক।
পুলিশ যাদের খোঁজছে তারা লুকায় নিজের মুখ
প্রোফাইলেতে হিরোর ছবি সাজায় যে ফেসবুক।
ক্রীম মেখে মুখটা যাদের হয়নি আজো ফর্সা
সেই মেয়েদের কিউট বেবির ছবি টা যে ভরসা।
নিক নামেতে এফবি চালায় ভাল সে তো নয়
নিয়ত তারি খারাপ থাকে ধরা পড়ার ভয়।
আরেক শ্রেণীর আন্টি আছেন মেকাপ করে থাকেন
রিয়েল তিনি পলি ম্যাডাম মাধুরীর লিপ আঁকেন।
কিছু কিছু মিছকা আছে দেখায় না ফের মুখ
স্বপ্ন বুনে যুবক পুরুষ থাকে যে উৎসুক।
নতুন কাপল দেয়না ছবি ছুরত টা নয় ঠিক
রূপ দেখলে হাসবে লোকে করবে যে খিক খিক।
মুখে তিনার হাদীস আবার পাছা দেখান পিকে
চোখটা আছে তিনার অন্য আইডি ওই নিকে।
কেউবা আবার অকারণে ছবি দেখায় রোজ
শখ আছে তার এমনতর দেয় যে নানান পুজ।
মোদ্দা কথা ঝুল খেয়ে যাই গোস্তকে বলি হারাম
এমন মানুষ চিনেন সবাই পাবেন অনেক আরাম।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮
মহান অতন্দ্র বলেছেন: খুব সুন্দর ছড়া। ভীষণ মজার। ভাল লাগলো ।