![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মনের পশুর সেলফি
লুৎফুর রহমান
ঘরের পশুর সেলফি তুলো তোমরা যারা আছো
গরুর সাথে সেলফি তুলে কেন ওভাই নাচো।
সেলফি কথার দামটা সবে সস্তা করে দিলে
করছো কি ঠিক ভাবো এখন সবজনা ভাই মিলে।
মনের পশু বিশ্রী কতো দেখতে যদি তারে
ঘরের পশু সাথে তখন ছবি তুলতে নারে।
মনের পশুর সেলফি যদি দেখতে তুমি আজে
দেখতো লোকে তোমার মনে পশুটা কি বাজে।
মনের পশু ধীরে ধীরে হচ্ছে বড় তাই
আসুন তবে এবার সবে মানুষ হয়া চাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মনের পশু বিশ্রী কতো দেখতে যদি তারে
ঘরের পশু সাথে তখন ছবি তুলতে নারে।
মনের পশুর সেলফি যদি দেখতে তুমি আজে
দেখতো লোকে তোমার মনে পশুটা কি বাজে।
মনের পশু ধীরে ধীরে হচ্ছে বড় তাই
আসুন তবে এবার সবে মানুষ হয়া চাই।
অসাধারন!
সেই মনের পশুটাকেই কোরবানী করতে বলা হয়েছে! কিন্তু করছে ক'জনা?
ঈদ মোবারক