![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ইতি-প্রীতির ছড়া
লুৎফুর রহমান
সকাল হলে কলিংবেলে
আমাকে বোন দিস তুলে
একই সাথে যাবো দুজন
রঙিন ফুলের ইশকুলে।
জানিস ইতি ঘুম ছাড়েনা
ক্লাস যেদিন খোলা
জোর করে রোজ আম্মু দিয়ে
আমাকে হয় তোলা।
ছুটির দিনে ঘুম লাগেনা
খুব সকালে উঠি
ইচ্ছে করে ফুলের মতো
ফুল বাগিচায় ফুটি।
পাখির ডাকে ছুটির দিনে
শিশির ভেজা পায়
ঘুরবো দুজন খুশিমনে
সোনা বরণ গাঁয়।
©somewhere in net ltd.