![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
যখন আমার কেউ থাকবেনা
লুৎফুর রহমান
কেঁদেছিলাম ন্যাংটা ছিলাম সবাই ছিল হেসে
মা-জননী বুকেতে নেন পরম ভালবেসে।
আরেকটা দিন বিদায় দিতে থাকবে সবে কাঁন্দিতে
রাখতে আমায় পারবেনা কেউ চাইলে বদল জান দিতে।
থাকবেনা কেউ যখন আমার একলা আবার হবো
মাটির ঘরে রাখবে আমায় একলা সেথায় রবো।
হেলায় হেলায় কাটলো জীবন এখন করি চিন্তা
'দাগ রেখো যাও' রাখছি কী আর এমন কোন চিন্ তা?
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ।