![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বর্ণমালার ছড়া: ব্যঞ্জণবর্ণ
লুৎফুর রহমান
ক-লিদের গ্রামে নাকি
খ-রগোশ থাকতো
গ-রু আর খরগোশ
ঘ-রে এক রাখতো
ঙ-র মতো ডাকতো।
চ-মকালে বিজলিটা
ছ-ন্দের তালেতে
জ-ল খেতে গেলে তারা
ঝ-াল লাগে গালেতে
ঞ-র মতো চালেতে।
ট-মটম গাড়ি নাকি
ঠ-াসা ছিল শহরে
ড-র লাগে ভূত এসে
ঢ-ং করে প্রহরে
ণ-র মতো বহরে।
ত-ারপরে দুপুরেতে
থ-দিতো বানিয়ে
দ-াদু করে কলরব
ধ-ান ভানে নানি-এ
ন-য় বউ তা নিয়ে।
প-রপর ভূত আসে
ফ-ালি চাঁদ উঠেরে
ব-নোফুল খায় দুল
ভ-াই সব ছুঠেরে
ম-ধু গুলো লুটেরে।
য-ায় দিন কলিদের
র-াত আসে ঘনিয়ে
ল-াভ নেই তাবিজে
ব-লে দেয় কণি-এ
শ-পঅলা ধনী-এ।
ষ-ষ্ঠ সাল গেলো
স-ব মাস পেরিয়ে
হ-য়নি তো ভূতছাড়া
ড়-র মতো বেরিয়ে
ঢ়-র মতো দেরি-এ।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩
লুৎফুরমুকুল বলেছেন: আপনাকেও
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: দারুণ। ধন্যবাদ