![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ঋতু এবং মাসের ছড়া
লুৎফুর রহমান
বৈশাখ এবং জৈষ্ঠ নিয়ে 'গ্রীষ্ম' আসে
আম-কাঁঠালের মিষ্টি মধুর দৃশ্য আসে।
আষাঢ় এবং শ্রাবণ নিয়ে 'বর্ষা' হয়
মেঘের ফাঁকে রোদ হাসে যেই ফর্সা হয়।
ভাদ্র এবং আশ্বিন নিয়ে 'শরৎ' আসে
কাশফুলেতে দোলা খুশির পরত আসে।
কার্তিক এবং অঘ্রায়ণে 'হেমন্ত'
ধানের শীষে ঢেউ তুলে আহ্ কেমন তো।
পৌষ এবং মাঘ মাসেতে 'শীত' আসে
রাতের বেলায় শেয়াল মামার গীত আসে।
ফাল্গুন এবং চৈত্র নিয়ে 'বসন্ত'
পাখিরা খায় মধু এবং রস অন্ত।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: কার্তিক এবং অঘ্রায়ণে 'হেমন্ত'
ধানের শীষে ঢেউ লাগে যে কেমন তো।
এখন এই সময় চলে। ভাল লিখেছেন।ধন্যবাদ