![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
স্বাধিনতা
লুৎফুর রহমান
গলা ভরা গান ছিল
মাঠ ভরা ধান ছিল
পুকুর জুড়ে মাছ ছিল
চারদিকেতে গাছ ছিল
খাঁচায় পাখি নাচ্ছিলো
স্বাধিনতা চাচ্ছিল
গাছের উপর পাখ ছিল
কিচির মিচির ডাক ছিল
পাক বাহিনী নামলো
সকল কিছু থামলো
দেশের ছেলে জাগলো
পাক হানারা ভাগলো
দেশটা স্বাধিন হতে তবে
নয়টি মাস লাগলো।
©somewhere in net ltd.