![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ধুত্তুরি ছাই
লুৎফুর রহমান
ধুত্তুরি ছাই, দূর!
আমরা শিশু চাই কেবলি
স্নিগ্ধ কোমল ভোর।
আশ-
খেলার মাঠে চাই সকলি
সবুজ বরণ ঘাস।
ধুত্তুরি ছাই, দূর!
আলোয় ভরা দিনেতে চাই
একমুঠো রোদ্দুর।
আর-
গাছগাছালি পাখপাখালি
ফুলের সমাহার।
ধুত্তুরি ছাই, দূর!
ইচ্ছে করে নদীর জলে
ভাসতে অচিনপুর।
তাই-
বাড়ার মতো চারদিকেতে
পরিবেশটা চাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কাব্য ।