![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সোনামণি
লুৎফুর রহমান
ভোরবেলা ঘুম থেকে সোনামণি উঠবে
রবিটার আলো নিতে সব আগে ছুটবে
ফুল হয়ে ফুটবে।
ফুলপাখি খুলে আঁখি সাথি হয়ে খেলবে
প্রজাপতি ঘুম থেকে চোখ তার মেলবে
দুই পা ফেলবে।
'ভাল হয়ে চলি যেন' পণ নিয়ে চলবে
বাপ-মা গৌরবে সোনাধন বলবে
দ্বীপ হয়ে জ্বলবে।
সোনামণি পড়াশুনা সব আগে করবে
পৃথিবীর সব ফুল তোর পাশে ঝরবে
আর পিছু ধরবে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব সুন্দর