![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একটি ছেলে
লুৎফুর রহমান
একটি ছেলে বনবাদাড়ে
ঘুরতো পাখির পিছে
মা বকতো 'বানর' বলে
বাপ বকতেন মিছে।
ধানের ক্ষেতে ঘাসফড়িঙ
ধরতে গেলো যেই
বিচার পেয়ে রাখলো বাপে
আটকে ঘরেতেই।
মায়ের পরাণ! খুলে দিলেন
আটকানো ওই খিল
খোকা গেলো বকের পিছে
একগাছির ওই বিল।
বটগাছেতে দুপুরবেলা
সেদিন ছিল লটকে
বলছে লোকে ভূতরা নাকি
ঘাড় দিয়েছে মটকে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
তাল পাখা বলেছেন: বড়ই কষ্ট দিয়ে শেষ হল।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
লুৎফুরমুকুল বলেছেন: শেষটা এখানে করতে চেয়েছিলাম না। তবে বাচ্চারা ভাবতে কষ্ট পাবে তাই আটকে দিলাম।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
বাকা পথ বাকা চোখ বলেছেন: চমৎকার হয়েছে।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০১
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর ...
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: সুন্দর হয়ছে।ছোট বেলার কথা মনে পড়ে গেল।চালিয়ে যান।