![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার গ্রাম
লুৎফুর রহমান
শহর থেকে একটু দূরে চোখটা যদি যায়
দেখবে তুমি আমার গ্রামে জোস্না ঝরে হায়।
হাত বাড়িয়ে চান্নিরাতে ডাকবে তোমায় কাছে
দোয়েল-শ্যামা, কুটুমপাখি বসেই থাকে গাছে।
সোনার বরণ আমার গাঁয়ে আসবে তুমি যদি
রাণীমাছের দলটা দেবে সুরমা নামের নদী।
দেখবে তুমি গ্রামের মানুষ ভালবাসার মিল
তোমায় দেবে ভাল লাগা পদ্মফুলের বিল।
আসো যদি নিয়ে যাবে একটু সুখের রেশ
মুক্তিসেনা আছে যাঁদের ভালবাসায় দেশ।
পাবে তুমি আদর-সোহাগ গাঁয়ের সকল প্রীতি
দেখতে পাবে আমার গ্রামে বীর শহিদের স্মৃতি।
সন্ধ্যেবেলায় কিচ্ছা হবে এবং পিঠা পুলি
দেখবে তুমি গ্রামের পথে সকালে ফুল তুলি।
গ্রামের মা্নুষ বিকেল বেলা খেন্যা দৌড়ে যায়
এসো, এসো আর দেরি না এসো আমার গাঁয়।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
লুৎফুরমুকুল বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা চমৎকার...
সতত শুভকামনা ...