নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের উঠানে ফুলপরীর বাস!

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

(জীবনের দ্বিতীয় কবিতা, রচনা-৩০/১০/২০১৫, দুবাই।)
হৃদয়ের উঠানে ফুলপরীর বাস!
লুৎফুর রহমান

ফুলপরী! দেখতে দেখতে হাকালুকিতে ভাটা এলো,
স্মৃতির করিডোরে ছই হয়ে গেলো উদলা বিকেল;
বুকপকেটে রেখে দেওয়া তোমার গোলাপের ঘ্রাণ,
আর স্মৃতির আতর সাত সমুদ্রের এপার থেকেও ছায়াসঙ্গি
জানো, আমি না শার্টটি লন্ড্রিতে দেইনি-
তোমার ভালবাসার জলপাই রঙ ধুঁয়ে যাবে বলে।

মধ্যরাতে জোনাকির সাথে মিটিমিটি হাঁটি
দূরের ওই আকাশে খুঁজি জোছনায় তোমায়
আরব সাগরের প্রাণহীন ঢেউয়ে চাঁদের সাথে
দেখি তোমার মুখ!
মনে পড়ে এমন চান্নিরাতে বৃষ্টি হয়েছিল? আব্বার ডরে
চুপি চুপি দুজন বের হয়ে জোছনায় ভেজেছিলাম বৃষ্টিতে
হঠাৎ ভূত সেজে ভয় দেখিয়ে তোমার বুকের কম্পন
দেখেছি যুবতি রাতে। আমার হাতে তোমার লাগানো মেহেদির রঙ
নাকে তোমার রেশমী চুলের ঘ্রাণ! চোখে-দুষ্টু করে মিষ্টি হাসি!

হাসছো? জানো নোখগুলো অনেক লম্বা হয়েছে। তোমার লাগানো
শেষ স্মৃতি মেহেদির রঙ মুছে যাবে বলে কাটা হয়নি নোখ!
হৃদয়ের আকাশে রঙধনু রাঙা সন্ধ্যে নামে, পাখিরা বলে-
হৃদয়ের উঠানে ফুলপরীর বাস!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

কিরমানী লিটন বলেছেন: সুন্দর...

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

লুৎফুরমুকুল বলেছেন: সত্যি নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.