![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সবার দুটি মামা
লুৎফুর রহমান
সবার দুটি মামা আছে সবার দুটি মামা
গাইতে জানে তারা বুঝি সারে-গামা-পামা।
উদোম থাকে দিনেরাতে ক্যান পরেনা জামা?
মাও বলে মামা তাদের নানুও বলে তাই
চাঁদ-সূর্য সবার মামা আমিও ডেকে যাই।
সূর্যমামা তিরিশ দিনে ভোর বেলাতে জাগে
ফুলরা ফুটে তার আসাতে কুসুমকলির বাগে।
চাঁদমামাটা কপালজুড়ে আসতে ডাকে মায়
অর্ধমাসে দেখি তারে পরে কোথায় যায়
চাঁদমামা কী দুধের বাটি একলা নিজে খায়?
সূর্যমামা দিনের আলো চাঁদ মামা দেয় রাতে
লুকোচুরি আমরা খেলি জোনাকিদের সাথে
ঘুমকাতুরে চাঁদমামাটা ঘুমের ঘরে যায়
সূর্যমামা আলসে তো নয় ছুটি বুঝি পায়?
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ মামা
৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: পড়তে ভাল লেগেছে মামাকে নিয়ে লেখা।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯
নব ভাস্কর বলেছেন: ভাল এবং ভাল লাগলো।